Monday, September 28, 2009

মুদ্রিত পোর্ট্রটে: বিনয় মজুমদার

বাড়ি থেকে বেরুলেই নীল-অক্ষ-মাঠ
ঘুম-ঘোর ভেঙে চলে আসে অশ্বমুখী পাঠ-
আরো পাঠ্য পথিমধ্যে... লতা-পাতা-ঘাস
পাখি তুই বিনয়ের বাড়ি চলে যাস্

বিনয় বাড়িতে থাকে... অধিরূঢ় একা
প্রতিদিন পৃথিবীর রেলগাড়ি দেখা...
এই যেনো সংবেদন- আবহমান
ঝরাপাতা গিয়ে তাকে করিও প্রণাম...

দূরের দেশের বৃক্ষ- পয়মন্ত শাখা
পাঁজরে গড়িয়ে চলে অবিনাশী চাকা...
এই বুঝি সংবেদন- গুপ্ত সুষমা
সামান্য চোখের নিচে অধিকন্তু অমা-

এইসব লিখি আর না লিখি অধিক
বিনয়ের বুকে হ্রাদ... রেল ঝিক্ ঝিক্

No comments:

Post a Comment