Sunday, September 27, 2009

শ্রীমতি মঞ্জুশ্রী

মনে আছে...
কার্তিকের কথাগুলি দূরে ফুটিতেছে... ঝরিতেছে
প্রান্তর বাড়িতে... আহা প্রান্তর বাড়ির ঢিলিমিলি
আর ওই অনৃত নীল পড়শি...

যেনো আমি কোনদিন ওইসব ইন্দ্রনীল বাড়ি
যাই যাই... তবু ক্যামোফেজ গল্পগুলি-

আর কি বলিবো পড়শির কথা
আমি তাকে বিবাহে চেয়েছি...

মনে নেই...
শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে একদিন
বাঙলা কবিতা গিয়েছিলো অন্তেষ্টি-উৎসবে
কবেকার স্মৃতি আহা-

মনে আছে... মনে নেই শ্রীমতি মঞ্জুশ্রী

No comments:

Post a Comment