মহিমা কীর্তন করি এই মৌল বিষাদের দিন
উত্তরে মেঘের দেশ
ও মেঘের মেয়েরা
শ্রাবণ ঘুমিয়ে গেলে
দেক্ষিণে যাবো না আমি
বাঙলা কবিতা ধরে বিনয়ের বাড়ি চলে যাবো...
ত্রিবেণীর নীলকুঠি... স্তব্ধতার স্থাপত্য থেকে
শোনা যায় প্রত্নপাখিদের গান-
আমি সেই পাখিদের ভাষা পাঠ্য করি
জলের সুদূরে বসে
ও মেঘের মেয়েরা
অবিনাশী এক দুপুর খেয়েছে আমায়...
অনুণ এই দুপুরের দৃশ্য থেকে আমি তবু
মহিমা কীর্তন করি এই মনোটোনাসের দিন...
উত্তরে মেঘের দেশ
শ্রাবণ ঘুমিয়ে গেলে
আমি তবু দেক্ষিণে যাবো না
অপার নীলিমা ধরে নির্লিপ্তির বাড়ি চলে যাবো...
উত্তরে মেঘের দেশ
ও মেঘের মেয়েরা
শ্রাবণ ঘুমিয়ে গেলে
দেক্ষিণে যাবো না আমি
বাঙলা কবিতা ধরে বিনয়ের বাড়ি চলে যাবো...
ত্রিবেণীর নীলকুঠি... স্তব্ধতার স্থাপত্য থেকে
শোনা যায় প্রত্নপাখিদের গান-
আমি সেই পাখিদের ভাষা পাঠ্য করি
জলের সুদূরে বসে
ও মেঘের মেয়েরা
অবিনাশী এক দুপুর খেয়েছে আমায়...
অনুণ এই দুপুরের দৃশ্য থেকে আমি তবু
মহিমা কীর্তন করি এই মনোটোনাসের দিন...
উত্তরে মেঘের দেশ
শ্রাবণ ঘুমিয়ে গেলে
আমি তবু দেক্ষিণে যাবো না
অপার নীলিমা ধরে নির্লিপ্তির বাড়ি চলে যাবো...
No comments:
Post a Comment