Monday, September 28, 2009

খণ্ড স্মৃতি

সন্ধ্যা আসে, আর ওই অরাত্রি ম্লানিমা
পান করি প্রতিস্বাদ... একদিন
প্রসীদ প্রসীদ বলে
        আর্দ্র ছিলাম...

আজ তবু তারাদের কথা বলি
প্রিয় পাখিদের কথা বলি
অপ্রিয় আঁধারে... একদিন
অপার নীলিমা বলে
        হার্দ্য ছিলাম...

আর ওই নিরবতা- রাত্রিকালীন সঙ্গীত
কবে কবে
একাদের শরণ রচনা
        রচনা করেছি বলে
কোনোদিন মানুষ ছিলাম
এই কথা মনেই পড়ে না...

No comments:

Post a Comment