মনে পড়ছে... পড়ছে পুন: পুনশ্চ এক প্রবাল
মনে পড়ছে মেঘশিশুদের কথা
নীল পাখিদের গান
আর-
প্রান্তরে যে দৃশ্য ছিলো প্রাচীন
পুণ্য-পুরাণ... আহা
ও শ্রীনাথ... নদীর জলে এমন গভীর গান
আহা পাড়ায় পাড়ায়
মৌন সম্প্রদান;
ছোট নদী... কালী-সন্ধ্যা... আলোর ঝাঁপি উল্টে গেলে
দৃশ্য ভেঙে কি দেখা যায়
ঠাকুর ঘরে শঙ্খ বাজায়
কুমারী এক মা
তার জীবনী... জল-যৌবন
আমি কি জানি না?
মনে পড়ছে... পড়ছে পুন: পুনশ্চ এক পতন
মনে পড়ছে ঝরাপাতাদের কথা
শর্ষে ফুলের মাঠ
আর
শীতকুয়াশার গল্পগুলি... আহা
অনুচ্চারিত... শাদা
সুদূর কোনো দিকে ওড়ে কী নিসর্গ শাদা-বেলুন-বাড়ি
মনে পড়ছে... আত্মজ এক পড়শি আছেন প্রিয়
সান্দ্র শূন্যচারী...
মনে পড়ছে মেঘশিশুদের কথা
নীল পাখিদের গান
আর-
প্রান্তরে যে দৃশ্য ছিলো প্রাচীন
পুণ্য-পুরাণ... আহা
ও শ্রীনাথ... নদীর জলে এমন গভীর গান
আহা পাড়ায় পাড়ায়
মৌন সম্প্রদান;
ছোট নদী... কালী-সন্ধ্যা... আলোর ঝাঁপি উল্টে গেলে
দৃশ্য ভেঙে কি দেখা যায়
ঠাকুর ঘরে শঙ্খ বাজায়
কুমারী এক মা
তার জীবনী... জল-যৌবন
আমি কি জানি না?
মনে পড়ছে... পড়ছে পুন: পুনশ্চ এক পতন
মনে পড়ছে ঝরাপাতাদের কথা
শর্ষে ফুলের মাঠ
আর
শীতকুয়াশার গল্পগুলি... আহা
অনুচ্চারিত... শাদা
সুদূর কোনো দিকে ওড়ে কী নিসর্গ শাদা-বেলুন-বাড়ি
মনে পড়ছে... আত্মজ এক পড়শি আছেন প্রিয়
সান্দ্র শূন্যচারী...
No comments:
Post a Comment