এমন বৃষ্টির সাথে
আমারও সম্পর্ক ছিলো বনে বনে
দূর বিন্দুপুরে...
এমন মৃগয়া গানে- আজ এই
আধুনিক বৃষ্টি থেকে বিরচিত নিদ্রা-অভিজ্ঞানে
আমিও বন্দনা করি- সেইসব বৃষ্টির কাহিনী...
কোনোদিন বিধবার শাড়ি পরে
বৃষ্টি এসেছিলো
পাড়াগাঁর প্রদগ্ধ সংসারে
সেই স্বর্গস্মৃতি হতে এতোটা বয়স হলো...
আহা! উত্তরের মেঘ...
মন্দ্র মনোভূমি...
আমারও সম্পর্ক ছিলো বনে বনে
দূর বিন্দুপুরে...
এমন মৃগয়া গানে- আজ এই
আধুনিক বৃষ্টি থেকে বিরচিত নিদ্রা-অভিজ্ঞানে
আমিও বন্দনা করি- সেইসব বৃষ্টির কাহিনী...
কোনোদিন বিধবার শাড়ি পরে
বৃষ্টি এসেছিলো
পাড়াগাঁর প্রদগ্ধ সংসারে
সেই স্বর্গস্মৃতি হতে এতোটা বয়স হলো...
আহা! উত্তরের মেঘ...
মন্দ্র মনোভূমি...
এমন অঝোর দিনে
অগোচরে ফুটিতেছে দগ্ধ ব্যাকুলতা- যেনো
আমারও সম্পর্ক ছিলো বনে বনে
দূর বিন্দুপুরে...
বৃষ্টি আমার বোন
আজন্ম বিধবা নারী
কোনো রঙে সাজাতে পারি না তাকে...
আহা উত্তরের মেঘ
সান্দ্র মনোভূমি...
No comments:
Post a Comment