Monday, September 28, 2009

প্রতিভোর ষোলই নভেম্বর

নিরবতার এই নদী- এর কোন জলস্মৃতি নেই... তবু তীব্র জলেশ্বরী আর এই নিসর্গের ঢেউ... মুহূর্তের অশ্রুধারা দাস- অধিবৃত্তে একদিন সমুদ্রের ইতিহাস লেখা হবে... তোমরা বেড়াতে এসো আর স্নানস্বাদে জন্মান্তর হলে সূর্যাস্তের মহিমা উড়িয়ে... ভোরবেলা ঝিনুক কুড়িয়ে নিও...

সমুদ্রের এই পাড়ে-  এইসব গল্পগুলি- বালিসহস্রের শিশুবিন্দু আহা হেসে ওঠে ভোরবেলা... তোমাদের নেমন্তন্ন করি- পুনঃজন্ম পুণ্যতায় শুশ্রুষায় নিয়ে তবে অশ্রু দিয়ে এঁকে দিও জলস্মৃতি... অধিবৃত্তে অবিমিশ্র এই সমুদ্রের ইতিহাস লেকা হবে

আর ওই মেঘশিল্প- শিশিরের স্বপ্নবন্ধু... দূরের দেশের অভিমান- প্রতিপৃথিবীর ব্যথিত প্রবাহ... গোপনের মগ্ন গল্পে আমি যদি বসে থাকি আবহমান... সমুদ্রের ওইপাড়ে- পুণ্যাহের গানের ওপারে- ঘণ্টাধ্বনি বাজে আর পাঁজরে পাবক জ্বলে আর মৃত্যু লেখা হয় মহোৎসব...

তবু এই থই থই কাল্পনিকী... জলস্মৃতিহীন আহা মুহূর্তের অশ্রুকণা দাস- আমার জীবনী থেকে জেনে নিও বারি বিন্দু সমুদ্রের ইতিহাস... মগ্ন মৃত্যু মহোৎসব... আহা তবু ফিরে ফিরে আসে অস্মিতার জন্মদিন পৃথিবীতে- পৃথিবীর প্রতিভোর ষোলই নভেম্বর...

No comments:

Post a Comment