Monday, September 28, 2009

নগর কীর্তন


আরও স্মৃতির অংশ- অনুচ্চারিত... নগরীতে নন্দন উৎসব... মহান মেয়র এলে শুভ হবে বিশুদ্ধ জর্ণাল। হাওয়ায় যে বেলুন উড়ে যাবে হাওয়ায়- দূরে... প্লাস্টিক ইল্যুশনে... বেলুনের রঙে তবু সমুজ্জ্বল মেয়রের সানগ্লাস...

তাই কীনা যথারীতি কাগজের স্টিল আমাদের ঘরে ঘরে হামাগুড়ি দেয় আর ধাবমান দিনের রোদ্দুর শেষবার উঁকি মারে অ্যাভিনিউ-অ্যাপার্টের অনচ্ছ আকাশে... তবু সোডিয়াম রজনীর শেষে ড্রেনে ড্রেনে যে নিরোধ ভাসমান- আরও স্মৃতির কণা- কোন মর্মে নিহত আমার ভাই, নিহত পারুল বোন... অকাল প্রয়াত সিভিলাইজেশন...

No comments:

Post a Comment