যাদুঘরে যাই আর অগোচরে ছুঁয়ে আসি
গান্ধারে তোমার মুখ
প্রত্নলাবণ্য
স্নিগ্ধ শিল্পকলা...
প্রান্তরে প্রান্তরে ঘুরি তবু এই বিস্মরণ
এড়াতে পারি না আহা
কত পথ উড়ে এসেছিলো এই আমার পায়ে
আর কত পাখি উড়ে গিয়েছিলো
যেনো কোন কোন দিকে...
দিকের দ্রষ্টব্য যেনো ঝাঁপসা মিরর
আর সেই লাঠিমের অভিজ্ঞান...
বিস্মরণের এত পরে তবু শিলিভূত
স্নিগ্ধ শিল্পকলা
প্রত্নলাবণ্য
গান্ধারে তোমার মুখ
অগোচরে ছুঁয়ে যাই...
গান্ধারে তোমার মুখ
প্রত্নলাবণ্য
স্নিগ্ধ শিল্পকলা...
প্রান্তরে প্রান্তরে ঘুরি তবু এই বিস্মরণ
এড়াতে পারি না আহা
কত পথ উড়ে এসেছিলো এই আমার পায়ে
আর কত পাখি উড়ে গিয়েছিলো
যেনো কোন কোন দিকে...
দিকের দ্রষ্টব্য যেনো ঝাঁপসা মিরর
আর সেই লাঠিমের অভিজ্ঞান...
বিস্মরণের এত পরে তবু শিলিভূত
স্নিগ্ধ শিল্পকলা
প্রত্নলাবণ্য
গান্ধারে তোমার মুখ
অগোচরে ছুঁয়ে যাই...
No comments:
Post a Comment