আমার ডাইরির শেষ দিনগুলি
খুব ছিঁড়ে গিয়েছিলো...
আমি তবু বিসর্জন করি এই
ব্যর্থ বৈবাহিকতা-
আর- চরণে মুদ্রিত মাথা
তবু বিচ্ছুরিত মেধার পরাগ
অর্থাৎ পুষ্প ভালোবাসি...
নিরীহ ধুলোর স্বপ্ন
তাকে তুমি চিহ্নিত করেছো-
আমি পুণ্য প্রজ্ঞা-ছাপ বলি...
আর জীবন গুড়িয়ে দিই
মুঠি মুঠি...
আশ্বিনের শাদা মেঘ- আমার ডাইরি
তার শেষ দিনগুলি
খুব ছিঁড়ে গিয়েছিলো...
খুব ছিঁড়ে গিয়েছিলো...
আমি তবু বিসর্জন করি এই
ব্যর্থ বৈবাহিকতা-
আর- চরণে মুদ্রিত মাথা
তবু বিচ্ছুরিত মেধার পরাগ
অর্থাৎ পুষ্প ভালোবাসি...
নিরীহ ধুলোর স্বপ্ন
তাকে তুমি চিহ্নিত করেছো-
আমি পুণ্য প্রজ্ঞা-ছাপ বলি...
আর জীবন গুড়িয়ে দিই
মুঠি মুঠি...
আশ্বিনের শাদা মেঘ- আমার ডাইরি
তার শেষ দিনগুলি
খুব ছিঁড়ে গিয়েছিলো...
No comments:
Post a Comment