অধিরূঢ় এই দুপুরের দৃশ্য থেকে
তুলে আনি কিছু মৌন পাণ্ডুলিপি-
সুদূর গানের অর্থী ভেসে আসে
সে গানে মর্মর ছিলো বটে!
তবে সন্ধ্যা... চিরায়ত ভোরের প্রতিভা
দৃশ্যত দুপুরেই লিপিবদ্ধ- কীর্তনিয়া গো
বনে বনে তুমি ঝরাপাতাদের সহোদর
আমাকে কী প্রাণিত করো
নাকি পতনের শিস দিয়ে যাও...
অলৌকিক মৌনতায়...
কেবলই দুপুরের গল্পে বিরচিত
আমার জীবনী
আহা কাকে দিয়ে যাবো...
আর এই শিল্পকলা
নীলিমার দেশে যে কার পায়ে জড়াবো...
তুলে আনি কিছু মৌন পাণ্ডুলিপি-
সুদূর গানের অর্থী ভেসে আসে
সে গানে মর্মর ছিলো বটে!
তবে সন্ধ্যা... চিরায়ত ভোরের প্রতিভা
দৃশ্যত দুপুরেই লিপিবদ্ধ- কীর্তনিয়া গো
বনে বনে তুমি ঝরাপাতাদের সহোদর
আমাকে কী প্রাণিত করো
নাকি পতনের শিস দিয়ে যাও...
অলৌকিক মৌনতায়...
কেবলই দুপুরের গল্পে বিরচিত
আমার জীবনী
আহা কাকে দিয়ে যাবো...
আর এই শিল্পকলা
নীলিমার দেশে যে কার পায়ে জড়াবো...
No comments:
Post a Comment