Monday, September 28, 2009

ধূলি শহরের গান

ধূলি শহরের পথে        ঘুরি তবু আজ
আমাকে পথিক বলেনি ওই প্রত্ন-চিলেকোঠা...

তবু এই তমোহরে জোনাকি সুদূর...

আর ওই সিলিকন চিপসের গান
ও মাসুদ খান, মনে পড়ে
ক্লেদজ কুসুম থেকে কবি খুব কান্ত
        করুণ ছিলেন...

এইখানে অন্তর্লীন দীপাবলি জ্বলেনি... কোজাগরে

ধূলি শহরের পথে        ঘুরি তবু আজ
আমাকে ফিনিক্স বলেনি ওই মেট্রো-সোডিয়াম...

No comments:

Post a Comment