Friday, October 9, 2009

তুই যেন জল... লাবণ্য মর্মর মিথ... মেঘ-মন্থর
তবু হৃদি-রাগে প্রবাহিত অতিথি বৃশ্চিক
অভাবিত অর্থী-মগ্ন পুষ্পপ্রিয় পাখি... একদিন
ঐচ্ছিক ডানায় তবে কি কি নিয়ে যাবি?

আমার সামান্য ছায়া... তবু অসামান্য নির্জনতা
বিপ্রলব্ধ ফিনিক্সের গান
আর
মুমূর্ষু-বাসনা...
তুই যদি পাখি তবে কী লিখিবো
ডানার সরণি থেকে প্রয়াত পালকের এপিটাফ...

তুই যেন জনান্তিক... তুই জল... লীথি
লরেল পাতার গান
আমিও গেয়েছি- তবু
আপাত বৃশ্চিক তুই- রূপায়ণে নীলপ্রান্ত... প্রজাপতি

No comments:

Post a Comment